কায়সার আহমেদ

কায়সার আহমেদ

আসলে পরিচয় বলতে কি বলবো বুঝতে পারছি না, যদি পাঠকরা গ্রহণ করে তাহলে লেখক, না হলে কিছুই নয়। ১৯৯৮ সালের ৩০ই ডিসেম্বর রংপুরের গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া গ্রামে জন্ম। সেই উলঙ্গ কাল থেকেই পরিবারের সাথে ঢাকা শহরের দক্ষিণে বসবাস। ঢাকা কামরাঙ্গীরচরের সূচয়ন একাডেমী থেকে এসএসসি, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি কলেজ থেকে এইচএসসি, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক, এতটুকুই শিক্ষা-দীক্ষা। লেখালেখি করছি, শব্দ দিয়ে খেলা করছি, আশেপাশের মানুষের প্রতি যে দায়িত্ব আছে তা পালনের চেষ্টা করছি। আর পরিকল্পনা করছি পাঠকদের আমার দ্বিতীয় বই উপহার দেওয়ার জন্য।

কায়সার আহমেদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon